১)ইউনিয়নের নিরাপত্তার জন্য রাত্রিকালীন পাহারার ব্যাবস্থা করা,
২)ইউনিয়নের জনসাধারনের জান মালের নিরাপত্তার জন্য ব্যাবস্থা গ্রাহন করা,
৩)ইউনিয়নের সম্পদসমুহ রক্ষায় নিরাপত্তা প্রদান,মাদক নিয়ন্ত্রণে টহলের ব্যবস্থা করা,
৪)চোরাচালানি রোধে পাহারার ব্যাবস্থা করা।
৫)প্রধান প্রধান সড়কগুলোতে রাতে পাহারার ব্যাবস্থা করা যাতে করে চুরি ও ছিনতাই রোধ করা যায়।
৬) ইউপির জন্ম মৃত্যুর তথ্য সংরক্ষণ করা।
৭) ইউপির বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহায়তা।
৮)সর্বপরি ইউনিয়নের সার্বিক নিরাপত্তায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তাপ্রদান করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS